নারায়ণগঞ্জ চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৩
চাকরি দেওয়ার নামে প্রতারণা করে দীর্ঘদিন ধরে টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার সাহেবপাড়া এবং ফতুল্লা থানার চাষাঢ়ার তোলারাম কলেজরোড এলাকায় আলাদা দুটি অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জের আদমজী নগরের র্যাব ১১-এর প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব-১১ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা জানান, অনলাইনে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে চাকরি দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছিল কিছু ব্যক্তি। ভুক্তভোগীদের এমন অভিযোগে এনআরএস সিকিউরিটি ফোর্স সার্ভিস লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম ও ব্যাবস্থাপনা পরিচালক (এমডি) মো. সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।
একই দিনে এমআরএম ফোর্সেস সিকিউরিটি সার্ভিস লিমিটেড নামে অপর একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. রায়হানকে গ্রেপ্তার করা হয়।
তাদের কাছে প্রতারণার কাজে ব্যবহৃত ভিজিটিং কার্ড, চাকরি প্রত্যাশীদের ভর্তি ফরম, সিল, অফিস শর্তাবলী, অঙ্গীকারনামা ও সিকিউরিটি ইউনিফর্ম জব্দ করা হয়। এ সময় চাকরি প্রত্যাশী আটজন ভুক্তভোগীকে উদ্ধার করে র্যাব।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতারণাকারী প্রতিষ্ঠান দুটি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে লোভনীয় বেতনে চাকরির বিজ্ঞাপন দিয়ে আসছিল। চাকরি প্রত্যাশীদের সঙ্গে তারা নানাভাবে প্রতারণা করে আসছিল। বিভিন্ন বেনামি কোম্পানিতে বিভিন্ন পদে লোক নিয়োগের প্রলোভন দেখায়। প্রত্যেক চাকরি প্রত্যাশীদের থেকে রেজিস্ট্রেশন ফি, মেডিকেল ফি ইত্যাদির কথা বলে জনপ্রতি সাত হাজার থেকে ১৫ হাজার টাকা হাতিয়ে নিত। বিভিন্ন প্রতিষ্ঠানের সিকিউরিটি গার্ড, প্রজেক্ট হেলপার, মার্কেটিং ম্যানেজার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, রডমিস্ত্রি ও রাজমিস্ত্রি প্রভৃতি পদে ১০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত বেতনের প্রলোভন দেখিয়ে চাকরি প্রত্যাশীদের প্রলুব্ধ করত।