শিগগির ঈশ্বরদীতে বিমানবন্দর চালু করা হবে : পর্যটন প্রতিমন্ত্রী
বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেছেন, ‘খুব শিগগির পাবনার ঈশ্বরদী বিমানবন্দর চালু করা হবে। সারা বাংলাদেশে পুরোনো বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ ও ডিজিটালাইজড করাসহ অন্যান্য পদক্ষেপ নেওয়া হবে।’
গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে পাবনার রানা ইকো পার্ক অ্যান্ড পিকনিক স্পটের নতুন ফোয়ারার উদ্বোধনকালে এ কথা বলেন প্রতিমন্ত্রী মাহবুব আলী।
এ সময় বেসরকারি রানা ইকো পার্কের মতো পর্যটন খাতে সার্বিক সহায়তার কথাও বলেন তিনি।
এ সময় প্রতিমন্ত্রী আরও বলেন, ‘ঈশ্বরদীতে প্রধানমন্ত্রীর বিশেষ নজরে রয়েছে। পারমাণবিক বিদ্যুতের যুগে আমরা প্রবেশ করেছি ঈশ্বরদীর মাধ্যমে। এখানে প্রায় নয় হাজার রাশান ইঞ্জিনিয়ার কাজ করছেন। এখানে একটা মহান কর্মযজ্ঞ চলছে। এ ছাড়া এটি একটি অর্থনৈতিক অঞ্চল। এখানে একটি রেলওয়ে কারখানা আছে। প্রধানমন্ত্রী নীতিগতভাবে সম্মত যে, এখানে রেলওয়ের প্রতিষ্ঠানগুলো আরও শক্তিশালী করা দরকার। আন্তর্জাতিক রুটের সঙ্গে রেলওয়ের নেটওয়ার্ক স্থাপন করার দিকেও নজর দিয়েছেন প্রধানমন্ত্রী। তাই ঈশ্বরদীতে বিমানবন্দর খুবই জরুরি। আমরা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব।’
এ সময় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন, জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, পুলিশ সুপার মহিবুল ইসলাম খান, পাবনা প্রেসক্লাব সভাপতি এ বি এম ফজলুর রহমান, রানা গ্রুপের চেয়ারম্যান ও পাবনা চেম্বারের পরিচালক রুহুল আমিন বিশ্বাস রানাসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।