মুহিবুল্লাহ হত্যায় নাইক্ষ্যংছড়িতে আরসা সদস্য আটক
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ আরসার সন্দেহভাজন এক সদস্যকে আটক করেছে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)। গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরের দক্ষিণ বিছামারা এলাকা থেকে আজ শনিবার তাকে আটক করা হয়।
আটকৃত ব্যক্তির নাম আবদু নবী (৪০)। তিনি কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ইমাম হোসেনের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি আরসার সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন।
জানা গেছে, সম্প্রতি রোহিঙ্গানেতা মোহাম্মদ মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের পর দোষী সন্ত্রাসীদের আটকে ক্যাম্প এলাকায় বিশেষ অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। ধারণা করা হচ্ছে, গ্রেপ্তার এড়াতে আরসার ওই সদস্য নাইক্ষ্যংছড়িতে আশ্রয় নিয়েছিল।
এদিকে আটকের পর আবদু নবীকে নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো. শরীফ ইবনে আলম জানান, সংযুক্ত মামলায় একজন আসামিকে তারা উখিয়া থানায় হস্তান্তর করেছেন। তবে সে আরসার সদস্য কি না তা জানা নেই।