শালুকের প্রেমে ঢাকায় কলকাতার বনি
জেলেপাড়ার গল্প নিয়ে ‘মানব দানব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে ঢাকায় এসেছেন কলকাতার চিত্রনায়ক বনি সেনগুপ্ত। আজ রোববার দুপুর ১টা ১০ মিনিটে একটি ফ্লাইটে ঢাকায় এসে পৌঁছান তিনি। আজই চাঁদপুরের উদ্দেশে যাত্রা করবেন কলকাতার এই অতিথি।
এনটিভি অনলাইনকে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার হেড অব প্রোডাকশন অপূর্ব রায় এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘আগামীকাল থেকে সিনেমাটির শুট শুরু হবে। বনি ছাড়াও সিনেমাটির শুটে ঢাকায় এসেছেন রজতাভ দত্ত ও ভরত কল।’
‘মানব দানব’ সিনেমায় বনির বিপরীতে নবাগত রাশিদা জাহান শালুক অভিনয় করতে যাচ্ছেন। সিনেমাটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন বজলুর রাশেদ চৌধুরী।
এর আগে শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের প্রযোজনায় কলকাতার দুই সিনেমার শুট শেষ করেছেন বনি সেনগুপ্ত। শামীম আহমেদ রনির পরিচালনায় সে দুই সিনেমায় তাঁর বিপরীতে অভিনয় করেছেন প্রেমিকা কৌশানী মুখোপাধ্যায়।