সিরাজগঞ্জে অস্ত্র ও গুলিসহ ৬ ডাকাত গ্রেপ্তার
সিরাজগঞ্জ সদর থেকে দুইটি রিভলবার ও দুই রাউন্ড গুলিসহ ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১২। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের ট্রাকস্ট্যান্ডের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আজ দুপুরের দিকে র্যাব-১২ থেকে পাঠোনো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন সিরাজগঞ্জের চৌহালী উপজেলার শৈলজান গ্রামের শফিকুল আলম তুহিন, বগুড়া জেলার ফুলবাড়ি মধ্যপাড়া গ্রামের বেল্লাল হোসেন, একই গ্রামের সোহাগ হোসেন ও বুধা ফকির, বগুড়া জেলার দক্ষিণ আটকোরিয়া গ্রামের নান্নু মণ্ডল, গাজীপুর জেলার বেলাশি সরকার বাড়ির ইসমাইল সরকার।
সংবাদ বিজ্ঞাপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ১৭ অক্টোবর ডাকাত দলের সদস্যরা মেয়ে দেখার নাম করে একটি মাইক্রোবাস ভাড়া করে ঢাকা থেকে বগুড়ার উদ্দেশে রওনা হয়। পরবর্তীতে মাইক্রোবাসের মালিক চালকের সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হয়। ঘটনাটি র্যাব সদর দপ্তরে জানান মাইক্রোবাসের মালিক। র্যাব সদস্যরা গোয়েন্দা ও আধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে জানতে পারে মাইক্রোবাসের চালককে আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করা হয়েছে। এ সময় চালককে জীবননাশের হুমকি দেওয়া হয়। চালককে জিম্মি করে ডাকাতির প্রস্তুতি নেয় দলটি।
র্যাব সদর দপ্তর আরও জানতে পারে যে, গাড়িটি সিরাজগঞ্জ সায়েদাবাদ মোড় থেকে সিরাজগঞ্জ শহরের দিকে যাচ্ছে। ঘটনাটি সদর দপ্তর থেকে র্যাব-১২ কে জানিয়ে কার্যকরী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
পরবর্তীতে সিরাজগঞ্জ পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের ট্রাকস্ট্যান্ডের সামনে থেকে মাইক্রোবাসসহ ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যমতে, বগুড়া পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের ফুলবাড়ী মধ্যপাড়ার সুফিয়ান সাদিক ভিলার সামনে থেকে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে দুটি রিভলবার ও দুই রাউন্ড গুলিসহ ডাকাতি কাজে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র জব্দ করা হয়। এ ঘটনায় সিরাজগঞ্জ সদর থানায় মামলা করা হয়েছে।