রাজধানীতে মাদক সেবন ও কারবারের অভিযোগে ৬১ জন গ্রেপ্তার
মাদক সেবন ও বিক্রির অভিযোগে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৬১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে ৪৭টি মামলাও করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ।
গতকাল মঙ্গলবার সকাল থেকে আজ বুধবার সকাল পর্যন্ত ডিএমপির বিভিন্ন থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আজ বুধবার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার সবাই মাদকসেবী ও ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তারা এ অপরাধ করে আসছে। ফলে পুলিশের অপরাধ ও গোয়েন্দা বিভাগের সদস্যেরা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে ছয় হাজার ৮০৫ পিস ইয়াবা, ৪৪৩ গ্রাম হেরোইন, ৩৫ বোতল ফেনসিডিল, ৩০টি নেশাজাতীয় ইনজেকশন, এক গ্রাম আইস এবং ছয় কেজি ৪৮০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।