বাঁশখালীতে দুপক্ষে সংঘর্ষে চাচা-ভাতিজা নিহত
দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালীতে কথা কাটাকাটির জেরে দুপক্ষে সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। আজ বুধবার দুপুর আড়াইটার দিকে শীলকূপ ইউনিয়নের মনছুরিয়া বাজারে এ ঘটনা ঘটে। এ সংঘর্ষে উভয়পক্ষের আরও তিনজন আহত হন।
নিহতরা হলেন মোহাম্মদ আবদুল খালেক (৩১) ও টিপু সুলতান মাহমুদ (২৭)। তারা দুজন চাচা ও ভাতিজা বলে জানা গেছে।
আহতরা হলেন মঞ্জুর আলম (৪০) ও বাহাদূর (৩২) ও কামাল হোসেন (৫০)।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
আনোয়ারা সার্কেল (এএসপি) হুমায়ুন কবীর, বাঁশখালী থানার ওসি কামাল উদ্দিন, পরিদর্শক (তদন্ত) আজিজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এদিকে, এ ঘটনায় পুলিশ নিরাপরাধ বাবাকে আটক করার অভিযোগ করে থানায় গিয়ে ডিউটি অফিসারের রুমে বিষপান করেছে স্থানীয় এক ছাত্রলীগ নেতা। তাকে পুলিশ হাসপাতালে ভর্তি করেছে।
স্থানীয়রা সূত্রে জানা যায়, সকালের দিকে পারিবারিক বসতভিটার সীমানা নিয়ে এলাকার দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে আবারও দুপক্ষের মধ্যে বাড়ির পাশেই মনছুরিয়া বাজার এলাকায় তর্কাতর্কি হয়। এ সময় দুপক্ষই সংঘর্ষে জড়ায়। এতে একজন নিহত ও চার জন আহত হন। আহতদের হাসপাতালে নেওয়ার পর মারা যায় টিপু সুলতান মাহমুদ নামের আরও একজন।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বলেন, ‘বাড়ির সীমানা বিরোধ নিয়ে মারামারির ঘটনায় দুজন নিহত হয়েছেন। জিজ্ঞাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় এখনও মামলা হয়নি।’