আশুগঞ্জে ইয়াবা, গাঁজাসহ তিনজন গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে এক হাজার ৫০০ ইয়াবা, ১৬ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে ইয়াবা, গাঁজাসহ এই তিনজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, প্রতিদিনের মতো আজ সকাল ৯টায় আশুগঞ্জ থানা পুলিশের টহল দল সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজায় টহল দিচ্ছিল। এ সময় একটি পিকআপকে দাঁড়ানোর সিগন্যাল দিলে সেটি পালিয়ে যেতে চায়। পরে টহল পুলিশ পিকআপটিকে আটক করে তল্লাশি করে এক কেজি গাঁজা এবং এক হাজার ৫০০ পিস ইয়াবা জব্দ করে। আটককৃত তিনজন হলেন ইয়াবা ব্যবসায়ী কক্সবাজার জেলার কলাতলির মন্ডু বার্মা (রোহিঙ্গা), গাঁজা ব্যবসায়ী মুন্সীগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলার সিকদার বাড়ির আশরাফুল হোসেন ও ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার কদমতলীর বন্ডাকপাড়ার মো. রানা।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজাদ রহমান জানান, আজ সকালে আশুগঞ্জ টোলপ্লাজায় একটি পিকআপে তল্লাশি চালিয়ে ১৬ কেজি গাঁজা এবং অন্য একজনের কাছে এক হাজার ৫০০ পিস ইয়াবা পাওয়া যায়। পরে গাঁজা ও ইয়াবাসহ তাদের থানায় নিয়ে আসা হয়। তাদের বিরুদ্ধে থানায় মামলা করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।