ইউপি নির্বাচনে সেনা মোতায়েন নয়, প্রয়োজনে থাকবে বিজিবি
প্রধান নির্বাচন কমিশনার এ কে এম নুরুল হুদা বলেছেন, ‘ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে না, প্রয়োজনে বিজিবি থাকবে। যদি স্থানীয় জেলা ম্যাজিস্ট্রেট মনে করেন বিজিবি মোতায়েন দরকার তাহলে আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাচনী মাঠে বিজিবি রাখা হবে। আসলে নির্বাচনে অতিরিক্ত ফোর্স দিলে গণতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক হয়ে দাঁড়ায় বলে আমি মনে করি।’
আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় মানিকগঞ্জ জেলা সার্কিট হাউজের হল রুমে সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকালে এক প্রশ্নের জবাবে সিইসি এসব কথা বলেন।
এ সময় নির্বাচন কমিশনার আরও বলেন, ‘ইউনিয়ন পরিষদের নির্বাচনে কোথাও ইভিএম পদ্ধতিতে ভোট নেওয়া হবে না। তবে কিছু কিছু উপনির্বাচনে ও পৌরসভার নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ হবে।’
সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার গোলাম আজাদ খান, ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মাহফুজা আক্তার, জেলা নির্বাচন কর্মকর্তা হাবিবুর রহমান।
এ ছাড়াও উপস্থিত ছিলেন মানিকগঞ্জের প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা।