প্রযোজক রাজ ও সহকারীর বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ
রাজধানীর গুলশান থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজ ও তাঁর ম্যানেজার সবুজ আলীর বিরুদ্ধে পুলিশের দেওয়া অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদার এই আদেশ দেন।
আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মো. আলমগীর হোসাইন এ বিষয়ে এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ২৬ সেপ্টেম্বর আদালতে প্রযোজক রাজ ও তাঁর সহকারী সবুজের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক গিয়াস উদ্দিন। এরপরে আজ অভিযোগপত্র আদালতে উপস্থাপন করা হলে বিচারক মামলাটি বিচারের জন্য ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বদলির আদেশ দেন।
গত ৪ আগস্ট রাজ ও সবুজকে গ্রেপ্তার করে র্যাব। মামলার নথি থেকে জানা গেছে, ৪ আগস্ট রাত সাড়ে ৮টায় বনানীতে নজরুল ইসলাম রাজের বাসা ও অফিসে অভিযান চালায় র্যাব। সে সময় রাত সাড়ে ১০টায় রাজকে তাঁর বাসা থেকে বের করা হয় ও বাসা থেকে মাদক জব্দ করা হয়। সে ঘটনায় রাজধানীর গুলশান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে পুলিশ।