একুশে আগস্ট গ্রেনেড হামলা গণহত্যা : সুরঞ্জিত
একুশে আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনাকে গণহত্যা বলে অভিহিত করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
আজ সোমবার একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলায় রাষ্ট্রপক্ষের ২০৩ নম্বর সাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দিতে গিয়ে ক্ষমতাসীন দলের নেতা এ কথা বলেন।
সুরঞ্জিত বলেন, শান্তিপূর্ণ জনসমাবেশে সমরাস্ত্র দিয়ে জঙ্গি হামলা চালানো হয়েছে সুপরিকল্পিতভাবে। এ ঘটনায় তৎকালীন ক্ষমতাসীন চারদলীয় জোট সরকারের পৃষ্ঠপোষকতা ছিল বলেও আদালতে সাক্ষী দেন সুরঞ্জিত।
আওয়ামী লীগের প্রবীণ নেতা বলেন, সুচিন্তিতভাবে পরিচালিত এ হামলার মূল উদ্দেশ্য ছিল আওয়ামী লীগ ও জাতিকে নেতৃত্বশূন্য করা। পরে আদালতের বিচারক শাহেদ নুরুদ্দীন রাষ্ট্রপক্ষের আবেদনে পরদিন সুরঞ্জিতের অসমাপ্ত বক্তব্য প্রদানের দিন নির্ধারণ করেন।
২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় ২৪ জন নিহত এবং শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শতাধিক নেতা-কর্মী আহত হন।