দেনমোহরের জন্যই একাধিক বিয়ের দায়ে তরুণীর কারাদণ্ড
মিথ্যা তথ্য দিয়ে একাধিক বিয়ে করার দায়ে নীলা নামের এক তরুণীকে এক বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
আজ রোববার ঢাকার প্রথম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক এই রায় ঘোষণা করেন। আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ পারভেজ সুমন বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন।
পারভেজ সুমন বলেন, প্রধান আসামি নীলা পলাতক রয়েছেন। তাকে পলাতক দেখিয়ে এ রায় ঘোষণা করা হয়েছে। এ ছাড়া বিচারক আসামিকে কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করেছেন।
বেঞ্চ সহকারী আরও বলেন, বিচারক রায়ে নীলার মা রাজিয়া বেগম এবং বাবা শাহ আলমকে খালাস দিয়েছেন। তিনি আরও বলেন, রায়ে আসামি নীলা পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়না জারি করেছে আদালত।
মামলার নথি থেকে জানা গেছে, বাদী ইমরান শেখ ২০১৬ সালের ১৬ জুন ঢাকার সিএমএম আদালতে প্রতারণার অভিযোগে মামলাটি করেন। মামলার পরে আসামিরা আদালতে হাজির হয়ে জামিন নেন।
আরজিতে বাদী বলেন, ২০১৪ সালের জুলাইতে আসামি নীলার সঙ্গে বাদীর দুই লাখ টাকা দেনমোহরে বিয়ে হয়। সে বিয়ের আগেও একাধিক বিয়ে হওয়ার কথা নীলা তখন গোপন করেন। পরবর্তীতে বাদী জানতে পারেন, নীলা আগেও তথ্য গোপন করে বিয়ে করেছেন এবং পরে তালাক দিয়ে দেনমোহরের টাকা আদায় করেছেন।