বছরের শেষ দিন মুক্তি পাবে ‘রাত জাগা ফুল’
২০১৮-১৯ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া সিনেমা ‘রাত জাগা ফুল’ মুক্তি পাবে এ বছরের ৩১ ডিসেম্বর। গতকাল সেন্সর ছাড়পত্র পাওয়ার পর এমনটি জানিয়েছেন নির্মাতা মীর সাব্বির।
এনটিভি অনলাইনকে মীর সাব্বির জানিয়েছেন, ‘সিনেমাটি দেখে সেন্সর বোর্ড থেকে আমাকে ফোন করে প্রশংসা করেছেন। বছরের শেষ দিন আমরা মুক্তি দিতে যাচ্ছি। প্রস্তুতি চলছে এখন। এটা আমার প্রথম সিনেমা, অসাধারণ ভালো লাগা কাজ করছে।’
গেল বছরের ডিসেম্বরে শুটিং শুরু হওয়া সিনেমাটিতে জুটি বেঁধেছেন আবু হুরায়রা তানভীর ও জান্নাতুল ফেরদৌস ঐশী। ‘রাত জাগা ফুল’ সিনেমার কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন মীর সাব্বির নিজেই। এর মাধ্যমে প্রথম সিনেমা পরিচালনায় নাম লেখাচ্ছেন জনপ্রিয় এ অভিনেতা।
সিনেমাটিতে আরও অভিনয় করেছেন মীর সাব্বির, দিলারা জামান, আবুল হায়াত, শর্মিলী আহমেদ, ফজলুর রহমান বাবু, এজাজুল ইসলাম, নাজনীন চুমকী, জয়রাজ, আবদুল্লাহ রানা প্রমুখ।