মৌমাছি ও মধু গ্রুপের দ্বিতীয় সম্মেলন শুক্রবার
‘মৌমাছি ও মধু’ গ্রুপের দ্বিতীয় সম্মেলন শুক্রবার (৫ নভেম্বর)। রাজধানীর মিরপুর ডিওএইচএসের পোপাইস কনভেনশন সেন্টারে শুক্রবার বিকেল ৩টায় এ সম্মেলন শুরু হবে।
এবারের সম্মেলনে ব্যবসায়ীদের আসল মধু চেনা, সঠিকভাবে মধু আহরণ, সংগ্রহ ও বাজারজাতকরণের সঠিক পদ্ধতি সম্পর্কে হাতে-কলমে শেখানো হবে বলে জানান আয়োজকেরা।
এ ছাড়া সম্মেলনে ট্রেড লাইসেন্স, ট্রেড মার্ক ও বিএসটিআইসহ দরকারি লাইসেন্সগুলো হালনাগাদ করতে উদ্বুদ্ধ করার পাশাপাশি সার্বিক সহায়তা দেওয়া হবে বলেও জানানো হয়।
সম্মেলনে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা, দেশের প্রথিতযশা মৌ-গবেষক ও লেখকেরা উপস্থিত থাকবেন। এতে মৌমাছি ও মধু গ্রুপ প্রকাশিত গবেষণাধর্মী বিশেষায়িত ম্যাগাজিন ‘মৌমাছি ও মধু’র প্রথম সংখ্যার মোড়ক উন্মোচন হবে।
মৌমাছি ও মধু গ্রুপের সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মৌমাছি ও মধু সংক্রান্ত বিভিন্ন গবেষণা ও তথ্য তুলে ধরা এবং সবার মাঝে তা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে ২০১৯ সালে মৌমাছি ও মধু গ্রুপের যাত্রা। এটি মধু গবেষক, ব্যবসায়ী, মৌ চাষি ও সর্বোপরি ভোক্তাদের একটি জাতীয় অরাজনৈতিক সংগঠন বা মেলবন্ধন। বর্তমানে সাড়ে সাত হাজার সদস্যের গ্রুপটি প্রতিষ্ঠার পর থেকেই মৌমাছি ও মধু বিষয়ে বিভিন্ন ধরণের সভা, সেমিনার ও ওয়েবেনিয়ার আয়োজন করে আসছে।