ব্রাহ্মণবাড়িয়ায় অসহায়দের মধ্যে সেলাই মেশিন বিতরণ
ব্রাহ্মণবাড়িয়ায় মজিদ নাহার ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দুঃস্থদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এ মেশিন বিতরণ করা হয়।
মজিদ নাহার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মনির হোসেন হিটুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা-খাঁন। সাংবাদিক আল-আমিন শাহীনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের কোষাধ্যক্ষ এনায়েত হোসেন মিঠু।
বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, মজিদ নাহার ফাউন্ডেশনের সহসভাপতি এইচ এম জাকারিয়া প্রমুখ।
অনুষ্ঠানে ৫০টি সেলাই মেশিন বিতরণ করা হয়।