‘গুপ্তহত্যার চেষ্টা’ থেকে বেঁচে গেলেন ইরাকের প্রধানমন্ত্রী
বাগদাদের বাসভবনে গুপ্তহত্যার চেষ্টা থেকে বেঁচে গেছেন ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাদিমি। স্থানীয় সময় আজ রোববার ভোরে দেশটির প্রধানমন্ত্রীর বাসভবনে বিস্ফোরকভর্তি একটি ড্রোনহামলা চালানো হয়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
হামলায় ইরাকি প্রধানমন্ত্রীর নিরাপত্তা দলের কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। তবে, প্রধানমন্ত্রী আল-কাদিমি হামলা এড়াতে সক্ষম হয়েছেন এবং তিনি নিরাপদে রয়েছেন।
কোনো গোষ্ঠী বা কোনো পক্ষ এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি।
গত মাসে জাতীয় নির্বাচনের ফলাফলের পর রাজধানী বাগদাদে ব্যাপক বিক্ষোভ-সহিংসতা হয়। অক্টোবরে অনুষ্ঠিত ওই নির্বাচনে ইরানের মদদপুষ্ট শিয়া মিলিশিয়া গোষ্ঠী অনেকগুলো আসন হারিয়েছে। ফলে তাদের সংসদীয় ক্ষমতা ব্যাপকভাবে কমে গেছে। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টার খবর পাওয়া গেল।
প্রধানমন্ত্রী আল-কাদিমির বাসভবনে বিস্ফোরণ ঘটেছে বলে দুজন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে। এ ছাড়া সূত্রের বরাত দিয়ে ছয় জন নিরাপত্তাকর্মী আহতের কথা জানিয়েছে রয়টার্স।
বাগদাদের গ্রিন জোনে অবস্থানকারী বিদেশি কূটনীতিকেরা বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ শুনেছেন বলে রয়টার্সকে জানিয়েছেন।