গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ
গাজীপুরে বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে এক পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে। এ সময় তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ও অগ্নিসংযোগ করে।
পুলিশ ও আন্দোলনরত শ্রমিকরা জানায়, গাজীপুরের বাসন থানাধীন টেকনগপাড়া এলাকার চৌধুরী গার্মেন্টস কারখানায় গত এক মাস ধরে উৎপাদন কাজ না থাকায় শ্রমিকরা বেকার হয়ে পড়েছে। সোয়েটার তৈরির এ কারখানার শ্রমিকরা গত অক্টোবর মাস পর্যন্ত দুই থেকে তিন মাসের বকেয় বেতন ভাতা পাওনা রয়েছে। বেশ কিছুদিন ধরে শ্রমিকরা তাদের পাওনাদি পরিশোধের জন্য কারখানা কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়ে আসছিল। কিন্তু কর্তৃপক্ষ একাধিকবার শ্রমিকদের পাওনাদি পরিশোধের আশ্বাস দিয়েও পরিশোধ করেনি। এতে শ্রমিকদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে।
আজ সোমবার বিকেল ৩টার দিকে শ্রমিকরা কারখানার সামনে জড়ো হয়ে তাদের পাওনা বকেয়া বেতনভাতা পরিশোধের দাবিতে বিক্ষোভ শুরু করে।
জিএমপির বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মালেক খসরু খান ও এলাকাবাসীর বরাত দিয়ে জানান, বিকেল ৪টার দিকে আন্দোলনরত শ্রমিকরা কারখানার পার্শ্ববর্তী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এসে অবস্থান নিয়ে অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়কের উপর টায়ার ও কাঠে অগ্নিসংযোগ করে। এতে মহাসড়কের উভয়দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পুলিশ সদস্যরা আন্দোলনরত শ্রমিকদের বুঝিয়ে ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেয়। এরপর শ্রমিকরা মহাসড়কের অবরোধ তুলে নিয়ে কারখানার সামনে গিয়ে অবস্থান নেয় এবং বিক্ষোভ করতে থাকে। শ্রমিকরা বিকেল সাড়ে ৪টার দিকে মহাসড়কের অবরোধ তুলে নিলে ওই মহাসড়কে আবার যানবাহন চলাচল শুরু হয়। সন্ধ্যা পর্যন্ত বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার সামনে অবস্থান করছিল।