ফেরদৌসের ‘ক্ষমা নেই’
মুক্তিযুদ্ধভিত্তিক একটি সরকারি অনুদানের সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। জেড এইচ মিন্টুর পরিচালনায় ‘ক্ষমা নেই’ শিরোনামের সিনেমাটির শুট শুরু হচ্ছে চলতি মাসে।
এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করে ফেরদৌস জানিয়েছেন, ‘সিনেমাটি মুক্তিযুদ্ধভিত্তিক; গল্পটি আমাকে স্পর্শ করেছে। সব ঠিক থাকলে চলতি মাসে শুট শুরু হবে।’
২০২০-২১ অর্থবছরে মুক্তিযুদ্ধভিত্তিক শাখায় ৬০ লাখ টাকা অনুদান পেয়েছে সিনেমাটি, যেটির প্রযোজক ও পরিচালকের দায়িত্বে আছেন জেড এইচ মিন্টু।
এ ছাড়া চিত্রনায়ক ফেরদৌস আহমেদের হাতে বেশ কয়েকটি সিনেমা রয়েছে। সে প্রসঙ্গে ফেরদৌসের ভাষ্য, “আফজাল হোসেন ভাইয়ের ‘মানিকের লাল কাঁকড়া’র শুটিং শেষের পথে। হৃদি হকের ‘১৯৭১ সেইসব দিন’ সিনেমার ডাবিং চলছে। এ ছাড়া ‘গাঙচিল’ সিনেমার শুট শেষ। নূরে আলমের ‘রাসেলের জন্য অপেক্ষা’ সিনেমার কাজও করব। আর ‘জ্যাম’ সিনেমার কাজ পরে হবে।”