গাজীপুরে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার
গাজীপুরের পূবাইলে মহাসড়কের পাশের একটি ডোবা থেকে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার এ লাশ উদ্ধার করা হয়।
আনুমানিক ৩৫ থেকে ৩৭ বছর বয়সের নিহত এই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
জিএমপির পূবাইল থানার উপপরিদর্শক (এসআই) মো. সুরুজ্জামান জানান, ‘ঢাকা বাইপাস মহাসড়কের নাগদা ও উলুখোলা ব্রিজের মধ্যবর্তী সমরসিং এলাকায় কালভার্ট সংলগ্ন ডোবায় অজ্ঞাত এক পুরুষের অর্ধগলিত লাশ ভাসমান অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের গায়ে সবুজ ও নীল রংয়ের ডোরাকাটা গেঞ্জি এবং কালো রংয়ের ট্রাউজার রয়েছে। লাশটিতে পচন ধরেছে। আনুমানিক পাঁচ থেকে ছয় দিন আগে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ব্যপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।’