শান্তিপূর্ণভাবে জাবিতে ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। আজ বুধবার বিকেলে দ্বিতীয় দিনের পঞ্চম শিফটের পরীক্ষার মাধ্যমে ‘ডি’ ইউনিটের অধীনে জীববিজ্ঞান অনুষদের পরীক্ষা সম্পন্ন হয়।
আজ সকালে বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. নূরুল আলম, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার, ফার্মেসী বিভাগ, উদ্ভিদবিজ্ঞান বিভাগ, প্রাণিবিদ্যা বিভাগ, মাইক্রোবায়োলজি বিভাগ ও সিএসই বিভাগের বিভিন্ন কক্ষে ভর্তি পরীক্ষা পরিদর্শন করেন।
জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুর জব্বার হাওলাদার জানান, ডি ইউনিটের শেষ দিনের চতুর্থ শিফট পর্যন্ত ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের উপস্থিতির হার প্রায় ৬৬ শতাংশ। দু’দিনে মোট দশ শিফটের মাধ্যমে এ পরীক্ষা সম্পন্ন হয়েছে।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, দু’দিনে মোট ছয়জন শিক্ষার্থীকে একদিনের পরীক্ষা অন্যদিন দেওয়ার কারণে বাতিল করা হয়।
আগামীকাল আইআইটিভ‚ক্ত ‘এইচ’ ইউনিট এবং আইবিএ জেইউভ‚ক্ত ‘জি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘এইচ’ ইউনিটে ৫৬টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ২৩ হাজার ৩১৬টি এবং ‘জি’ ইউনিটে ৫০টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে আট হাজার ৮৯৬টি।