লক্ষ্মীপুরে সুষ্ঠু ভোটের দাবিতে সংবাদ সম্মেলন
তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মনোনয়ন বাণিজ্যের প্রতিবাদ এবং সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ ভোট অনুষ্ঠানের দাবিতে লক্ষ্মীপুরের রামগঞ্জের চারটি ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থীরা সংবাদ সম্মেলন করেছেন। আজ বুধবার দুপুর ১২টার দিকে স্থানীয় একটি রেস্তোরাঁয় এ সংবাদ সম্মেলন করা হয়।
স্বতন্ত্র চার চেয়ারম্যান পদপ্রার্থী আগেই বিষয়গুলো রিটার্নিং কর্মকতাসহ নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিদের জানানো হয়েছে বলে জানান।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ভাদুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইছাপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী আমীর হোসেন খান, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক লামচর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী ফয়জুল্লাহ জিশান, ভোলাকোট ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী জাহেদুল ইসলাম জুয়েল।
প্রার্থীরা অভিযোগ করে বলেন, দলীয় প্রার্থী নির্ণয়ে স্থানীয় আওয়ামী লীগ মোটা অঙ্কের মনোনয়ন বাণিজ্য করেছে। তারা (আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা) আওয়ামী লীগের রাজনীতিতে নিষ্ক্রিয় ও জনবিচ্ছিন্ন। তাই জনগণের দাবির মুখে তারা প্রার্থী হয়েছেন। বর্তমানে বহিরাগতরা নির্বাচনী এলাকায় গিয়ে আওয়ামী লীগের প্রার্থীদের পক্ষে ভোটারদের ভয় ভীতি ও হুমকি-ধমকিসহ মোটরসাইকেল মহড়ায় আতঙ্ক সৃষ্টি করছে বলে অভিযোগ করেন তারা। এমতাবস্থায় নির্বাচন নিয়ে সংশয় দেখা দেওয়ায় সুষ্ঠু ও অবাধ নির্বাচনের দাবি জানান এই চার সতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী।