রক্তক্ষরণের প্রবণতা প্রতিরোধের উপায়
হিমোফিলিয়ার অর্থ হচ্ছে রক্তক্ষরণের প্রবণতা যার বেশি। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে হিমোফিলিয়ার লক্ষণ ও প্রতিকার সম্পর্কে জানব।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে হিমোফিলিয়া সম্পর্কে বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজি বিভাগের কনসালটেন্ট ডা. মাহবুবা শারমিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. সামিউল আউয়াল স্বাক্ষর।
সঞ্চালকের এক প্রশ্নের জবাবে ডা. মাহবুবা শারমিন বলেন, যে উপসর্গগুলোর কথা বললাম, দাঁত তোলার সময় ব্লিডিং বন্ধ হচ্ছে না বা মুসলমানি করার সময় রক্তক্ষরণ বন্ধ হচ্ছে না, তাদের ক্ষেত্রে অবশ্যই ফ্যামিলি হিস্ট্রিটা মাথায় রাখতে হবে। ফ্যামিলি হিস্ট্রি যেমন, কোনও একটা ছেলেশিশু, তার মামা অথবা খালাতো ভাই বা নানা, ওই ফ্যামিলির কারও হাঁটু ফোলা বা বংশপরম্পরায় থেকে যায়। তখন তারা ডাক্তারের কাছে যাবে। কিছু ইনভেস্টিগেশন আছে। যেমন ডায়াগনসিস করার জন্য সিবিসি তো আমরা নরমালি করবই, ব্লিডিং টাইম, ক্লটিং টাইম, যেটা আমাদের দেশের পেরিফেরিতেও হয়। সরকারি হসপিটালে বা যে কোনও জায়গায় হয়। ক্লটিং টাইম যখন বেশি থাকবে, তখন আমাদের মাথায় চলে আসবে এটা ক্লটিং ডিসঅর্ডার, হিমোফিলিয়া হতে পারে। ফ্যামিলি হিস্ট্রি জানা থাকলে আরও সুবিধা।
হিমোফিলিয়া বা অতিরিক্ত রক্তক্ষরণ প্রবণতা সম্পর্কে বিস্তারিত জানতে উপর্যুক্ত ভিডিওটি সম্পূর্ণ দেখুন।