৪৯ পাউন্ড কেক কেটে ঝালকাঠি যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
হাজার হাজার নেতাকর্মীর তুমুল স্লোগান। করতালিতে মুখরিত সভামঞ্চ। ‘জয়বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ সবার মুখে। এ সময় নেতাকর্মীরা নিয়ে আসলেন বিশাল একটি কেক। যার ওজন ৪৯ পাউন্ড। যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল এ কেক কাটেন ঝালকাঠি জেলা যুবলীগের নেতারা।
আজ বৃহস্পতিবার দুপুরে শহরের রোনালসে সড়কে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমুর বাসার সামনে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ কেক কাটা হয়।
পুরো অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত থেকে উপভোগ করেন আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা আমির হোসেন আমু। জেলা যুবলীগের আহ্বায়ক পৌর কাউন্সিলর রেজাউল করিম জাকির ও যুবলীগ নেতা পৌর কাউন্সিলর কামাল শরীফের নেতৃত্বে কেক কাটা অনুষ্ঠানে ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির।
পরে যুবলীগ নেতাদের মুখে কেক তুলে দেন জেলা আওয়ামী লীগের নেতারা।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা যুবলীগের অনুষ্ঠান মিলনমেলায় পরিণত হয়। সভাস্থল কানায় কানায় ভরে যায়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় ও দলীয় সংগীতসহ বিভিন্ন গান পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। অনুষ্ঠান শেষে নেতাকর্মীদের জন্য খাবারের ব্যবস্থাও করা হয়।
জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির বলেন, ‘ঝালকাঠিতে যুবলীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। আমরা প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার জন্য শহর ও ইউনিয়ন পর্যায়ে নেতাকর্মীদের উদ্বুদ্ধ করেছি। উপজেলাগুলোতে আলাদা কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সফল হয়েছে। বাঁধভাঙা উচ্ছ্বাস ছিল নেতাকর্মীদের মধ্যে।’
সুন্দর এ আয়োজনে যারা সহযোগিতা করেছেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন যুবলীগ নেতা রেজাউল করিম জাকির।