রায়পুরায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ফের সংঘর্ষ, আহত ৫
নরসিংদীর রায়পুরায় আবারও সংঘর্ষ হয়েছে। মির্জাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে রায়পুরায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পিরিজকান্দি বাজারের পাঁচটি দোকানসহ এলাকার অন্তত ২০টি বাড়িঘর ভাঙচুর করা হয়। এতে পাঁচজন আহত হয়। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে রায়পুরা উপজেলার ১২ ইউনিয়ন পরিষদ নির্বাচন আনুষ্ঠিত হবে। আজ প্রতীক বরাদ্দের পর থেকে প্রচারণায় নামে প্রার্থী ও সমর্থকরা। সন্ধ্যা ৭টার দিকে সাবেক চেয়ারম্যান চশমা প্রতীকের প্রার্থী মো. মঞ্জুর এলাহী ও তার সমর্থকরা মিছিল বের করে। মিছিলটি পিরিজকান্দি বাজারে পৌঁছালে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী আসাদুল্লাহ ভূইয়া এক সমর্থকের সঙ্গে কথা কাটাকাটি হয়। এ সময় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পাঁচটি দোকান ২০টি বাড়িঘর ভাঙচুর করেন। এ সময় ডেকোরেশনের দোকানে থাকা ইঞ্জিনে আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজগর হোসেন। এলাকায় সহিংসতা এড়াতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে।