কারা দাওয়াত পেলেন ক্যাটরিনার বিয়েতে, সালমান থাকছেন?
বলিউডের আবেদনময়ী ডিভা ক্যাটরিনা কাইফ ও ‘উরি’ তারকা ভিকি কুশলের বিয়ে এখন বি-টাউনে চর্চার শীর্ষে। যদিও এ দুজন বিয়ে সম্পর্কে মুখে কুলুপ এঁটে আছেন, তবু তাঁদের নিয়ে জল্পনার শেষ নেই। পত্রপত্রিকার খবর, ডিসেম্বরে তাঁরা গাঁটছড়া বাঁধছেন আর তাঁদের রাজকীয় বিয়ের অনুষ্ঠান হবে রাজস্থানের জয়পুরে।
কয়েক দিন আগে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবর, মুম্বাইয়ে বলিউড পরিচালক কবির খানের বাসায় গোপনে বাগদান সেরেছেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কুশল। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে গেল দীপাবলিতে রোকা অনুষ্ঠান সম্পন্ন হয়।
বাগদান অনুষ্ঠানে দুই পরিবারের ঘনিষ্ঠ লোকজন উপস্থিত ছিলেন। ভিকির পাশে ছিলেন তাঁর ভাই সানি ও মা-বাবা এবং ক্যাটরিনার পাশে ছিলেন বোন ইসাবেল ও মা সুজান।
কবির খানের বেশ কিছু হিট সিনেমায় কাজ করেছেন ক্যাটরিনা কাইফ। তিনি ক্যাটের পারিবারিক বন্ধু। স্বেচ্ছায় নিজ বাসায় তাঁদের বাগদানের আয়োজন করেন। ফুল ও আলোকসজ্জা করা হয়েছিল বাড়িতে। মজার ব্যাপার হলো, ভিকি ও ক্যাটরিনা দুজনই সামাজিক পাতায় দীপাবলি উদযাপনের ছবি প্রকাশ করেন।
অবশ্য এর আগে সংবাদমাধ্যমটি দাবি করেছিল, গত ১৮ আগস্ট গোপনে ভিকির সঙ্গে রোকা অনুষ্ঠান সেরেছেন ক্যাটরিনা।
এবার ইন্ডিয়া টুডের বরাতে বলিউড বাবলের খবর, ক্যাটরিনা কাইফ ও ভিকি কুশলের রাজকীয় বিয়ের আয়োজন হতে চলেছে, সেখানে উপস্থিত থাকবেন বলিউডের বড় তারকারা। এ যুগল তাঁদের ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধবদের বলে রেখেছেন, ৭ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত সমস্ত কাজ ফেলে রাখতে। ক্যাট ও ভিকির বিশাল আয়োজনে হাজির হবেন বলিউড সেলেব করণ জোহর, সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আদভানি, বরুণ ধাওয়ান, নাতাশা দালাল, মিনি মাথুর, রোহিত শেঠি, আলি আব্বাস জাফর, কবির খানসহ অনেকে। তবে সাবেক প্রেমিক সালমান খান থাকছেন কি না, তা এখনও জানা যায়নি।
বার্তা সংস্থা আইএএনএসের খবর বলছে, ভিকি-ক্যাটরিনার বিয়ের আয়োজন করছে বেশ কয়েকটি ইভেন্ট কোম্পানি। ভিন্ন ভিন্ন আয়োজনের জন্য ভিন্ন ভিন্ন ইভেন্ট কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়েছে। রাজস্থানের সাওয়াই মধুপুরের বিভিন্ন হোটেলের রুম দেখভালের দায়িত্ব পেয়েছে কেউ কেউ। অতিথিদের জন্য গাড়ি ভাড়াসহ বিভিন্ন আয়োজন দেখছে দায়িত্বপ্রাপ্ত ইভেন্ট কোম্পানিগুলো।
শোনা যাচ্ছে, চতুর্দশ শতকের সিক্স সেন্সেস ফোর্ট বারোয়ারায় তাঁদের বিয়ের অনুষ্ঠান হবে। স্থানটি রণথাম্বোর ন্যাশনাল পার্ক থেকে ৩০ মিনিটের দূরত্বে অবস্থিত। ৭০০ বছর আগে রাজস্থানের রাজপরিবার এ দুর্গের মালিক ছিল।
যদিও বিবাহোৎসবের বিশদ এখনও প্রকাশ হয়নি। তবে ভক্তদের জানার আগ্রহ ক্রমান্বয়ে বাড়ছে। তাঁরা একটি রাজকীয় আয়োজন দেখার জন্য মুখিয়ে।