সুযোগ হাতছাড়া পর্তুগালের, কাতারের টিকেট পেল স্পেন, ক্রোয়েশিয়া
সরাসরি বিশ্বকাপে খেলতে হলে সার্বিয়ার বিরুদ্ধে ড্র করলেই হতো পর্তুগালের। ম্যাচের মাত্র দুই মিনিটেই এগিয়েও যায় তারা। রেনাটো স্যাঞ্চেজ গোলটি করেন। তবে ম্যাচের ৩৩ মিনিটে ডুসান ট্যাডিচের গোলে সার্বিয়া ম্যাচে ফিরে। ম্যাচের ৯০ মিনিটে আলেকজান্ডার মিত্রোভিচ সবাইকে চমকে দিয়ে দ্বিতীয় গোল করে সার্বিয়াকে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সরাসরি কাতারের টিকেট এনে দেন।
তবে পর্তুগাল না পারলেও স্পেন দারুণ জয় পেয়েছে। সুইডেনের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে হারলেও বদলি হিসেবে নামা আলভারো মোরাতা ৮৬ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন।
তবে হারলেও বিশ্বকাপে এখনও কোয়ালিফাই করার সুযোগ রয়েছে পর্তুগালের। তবে তাদের কোয়ালিফায়ারে খেলতে হবে।
রাশিয়ার বিরুদ্ধে ম্যাচ জিতলে সরাসরি বিশ্বকাপে যেত লুকা মদ্রিচের ক্রোয়েশিয়া। বৃষ্টিস্নাস্ত পরিবেশে আত্মঘাতী গোলে কিছুটা ভাগ্যের সহায়তাতেই রাশিয়ার বিরুদ্ধে জয়লাভ করে বিশ্বকাপের টিকেট পাকা করে। ফেদর কুদরাইশভ কার্যত চাপহীন অবস্থায় বল দখলে আনতে না পেরে তা নিজেদের জালেই জড়িয়ে দেন।