নওগাঁয় টিকা পেয়ে খুশি এইচএসসি পরীক্ষার্থীরা
নওগাঁয় এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যে কোভিড-১৯ এর জন্য ফাইজার টিকা দেওয়া শুরু হয়েছে। এ সময় টিকা নিতে শিক্ষার্থীদের উপচেপড়া ভিড় ছিল। তবে পরীক্ষার আগে টিকা গ্রহণ করতে পেরে খুশি পরীক্ষার্থীরা।
আজ বুধবার বেলা ১১টা থেকে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে টিকা কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।
এ সময় নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. নাজমুল হাসান, সিভিল সার্জন ডা. এ বি এম আবু হানিফ, ডেপুটি সিভিল সার্জস মনজুর এ মোর্শেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা ইমাম উদ্দিনসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
টিকা গ্রহণকারী শিক্ষার্থী ফারিহা বলেন, ‘টিকা গ্রহণ করে নিজেকে সুরক্ষিত মনে করছি। আমার সঙ্গে আমার সহপাঠীরাও টিকা গ্রহণ করেছে। টিকা দেওয়ার ব্যবস্থা করায় আমরা সরকারকে ধন্যবাদ জানাই।’
অপর শিক্ষার্থী মিম বলেন, ‘টিকা নিয়ে অনেক চিন্তিত ছিলাম। পরীক্ষার আগে টিকা নিতে পেরে খুব ভালো লাগছে। এছাড়াও টিকা নেওয়ার পর কোনো রকম সমস্যা হয় নাই।’
টিকা নিতে আসা আরেক শিক্ষার্থী আশিফ বলেন, ‘আমাদের জাতীয় পরিচয়পত্র না হওয়ায় আমরা আগে টিকা পাইনি। কলেজ থেকে আমাদের বিশেষ ব্যবস্থায় টিকা দেওয়া হচ্ছে। টিকা পেয়ে ভালো লাগছে।’
শিক্ষার্থী জনি বলেন, ‘এখানে অনের ভিড় ও ধাক্কধাক্কি। তাই টিকে নিতে এসে অনেক সমস্যা হচ্ছে। তাই কর্মাকর্তাদের আরও ভালো ব্যবস্থা নিতে হবে। তবে ফাইজারের টিকা পাচ্ছি এতে খুশি লাগছে। শুনেছি ফাইজারের কার্যকারিতা বেশি।’
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, আজ বুধবার প্রথম দিনে নওগাঁ সরকারি কলেজের এক হাজার ৪০০ জন শিক্ষার্থীকে প্রথম ডোজের এই টিকা দেওয়া করা হবে। এছাড়াও পর্যায়ক্রমে সব কলেজের শিক্ষার্থীদের এই টিকা প্রদান করা হবে।