দেশে গণতান্ত্রিক চেতনা অনুপস্থিত : মির্জা ফখরুল
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘যে চেতনা নিয়ে বাংলাদেশ স্বাধীন করা হয়েছিল। দুঃখজনক হলেও সত্য, আজ সেই গণতান্ত্রিক চেতনা অনুপস্থিত।’
মহান বিজয় দিবস উপলক্ষে আজ বুধবার সকালে রাজধানীর শেরে বাংলানগরে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর মির্জা ফখরুল সাংবাদিকদের এ কথা বলেন।
এর আগে বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীরা জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
ফখরুল বলেন, ‘আমরা যে গণতন্ত্র অর্জন করেছিলাম, সেই গণতন্ত্র আজ তিরোহিত হয়েছে। আমরা গণতান্ত্রিক আন্দোলন ও নিয়মতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করব।’
শেরে বাংলানগর থেকে নেতা-কর্মীরা দলের বিজয় দিবস উদযাপন র্যালিতে অংশ নিতে চলে আসেন নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে। সেখানে নেতা-কর্মীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্যে ফখরুল বলেন, ‘আমরা আজকে এই বিজয় র্যালি দিয়ে সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার জন্য আরেকটি নতুন অধ্যায়ের সূচনা করছি।’
পরে নয়াপল্টন থেকে শুরু হয় বিএনপির এই বর্ণাঢ্য র্যালি। ব্যানার-ফেস্টুন আর স্লোগানে স্লোগানে র্যালিতে যোগ হয় নেতা-কর্মীদের স্রোত। পুলিশের অনুমতি না পাওয়ায় গত দুই বছর বিজয় দিবসের র্যালি করতে না পারলেও এবার বিএনপিকে নয়াপল্টন থেকে মৌচাক পর্যন্ত র্যালি করার অনুমতি দিয়েছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।