শিবির এনেছে স্বাধীনতা?
মহান বিজয় দিবস উপলক্ষে বুধবার রাজধানীর বিভিন্ন এলাকায় বিজয় মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির। আজ বুধবার দিনের বিভিন্ন সময়ে করা এসব শোভাযাত্রায় শিবিরকর্মীদের গায়ে জাতীয় পতাকার রঙে রাঙানো জামা ও জাতীয় পতাকা দেখা গেছে।
ঢাকা মহানগরের চারটি কমিটি ছাড়াও গাজীপুর ও চট্টগ্রামে মিছিল করেছে শিবির।
ইসলামী ছাত্রশিবির সম্প্রতি নিবন্ধন বাতিল হওয়া জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন। ২০১৩ সালে হাইকোর্টের রায়ে জামায়াতের নিবন্ধন বাতিল হয়। ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধের দায়ে এরই মধ্যে দলের তিন নেতার ফাঁসি কার্যকর করা হয়েছে।
গায়ে লাল-সবুজ গেঞ্জি আর হাতে জাতীয় পতাকা নিয়ে মিছিল করেছে ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগরীর (পূর্ব) কমিটি। ওই মিছিলে ব্যবহার করা ব্যানারে লেখা আছে, ‘বিজয় র্যালি’। আর লেখা আছে, ‘স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবো।’
একইভাবে শোভাযাত্রা বের করেছে সংগঠনটির মহানগরের পশ্চিম কমিটি। শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের গায়ে সবুজ গেঞ্জি। এসব গেঞ্জির বুকে হলুদ রঙের বাংলাদেশের মানচিত্র ছাপানো।
মহানগরীর দক্ষিণ কমিটির শোভাযাত্রায় অনেক শিবিরকর্মীকে দেখা গেছে। এসব কর্মীর মাথায় জাতীয় পতাকার ব্যান্ড।
মহানগরীর উত্তর কমিটি ব্যানারে ব্যবহার করেছে ইংরেজি শব্দ। ব্যানারে লেখা ‘কালারফুল র্যালি।’
শিবিরের গাজীপুর মহানগরী কমিটিও বের করেছে শোভাযাত্রা। শোভাযাত্রার ব্যানার ছিল লাল ও সবুজ রঙের।
একই ভাবে চট্টগ্রামে শোভাযাত্রা বের করেছে ইসলামী ছাত্রশিবির।