ব্যাংকে নিয়োগের প্রশ্ন ফাঁস : পদ হারালেন বুয়েটের শিক্ষক
রাষ্ট্রায়ত্ত পাঁচ সরকারি ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের তদন্তে নাম আসায় অধ্যাপক ড. নিখিল রঞ্জন ধরকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিভাগীয় প্রধান থেকে অব্যাহতি দিয়েছে কর্তৃপক্ষ।
নিখিল রঞ্জন ধর বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধানের দায়িত্ব পালন করছিলেন। তাঁকে ওই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার বিষয়টি এরই মধ্যে বুয়েট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
আদেশে বলা হয়েছে, নিখিল রঞ্জন ধরকে কোনো পরীক্ষায় দায়িত্ব পালন না করারও নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযোগ খতিয়ে দেখতে পাঁচ সদস্যের একটি কমিটিও করা হয়েছে। কমিটিকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
প্রশ্নফাঁসের অভিযোগ ওঠার পর পরীক্ষাটি বাতিল করে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার সিলেকশন কমিটি। এ ঘটনায় আহছানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মচারীসহ ১২ ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন।