ময়মনসিংহে জুয়ার ডেড়ায় অগ্নিসংযোগ, গ্রেপ্তার দুই
ময়মনসিংহ কোতোয়ালি থানা পুলিশ জুয়াবিরোধী ব্যতিক্রম কার্যক্রম হাতে নিয়েছে। গতকাল রোববার বিকেলে প্রথমবারের মতো জুয়ার অস্থায়ী ডেড়ায় অগ্নিসংযোগ করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে ময়মনসিংহ সদর উপজেলার সিরতা চর ভবানীপুরে। গোপন সংবাদের ভিত্তিতে ভবানীপুরে অভিযান চালায় পুলিশ। সেখানে খোলামাঠে পলিথিন, খড় ও চাটাই বিছিয়ে এবং ত্রিপল টানিয়ে অস্থায়ী ঢেড়া তুলে রমরমা জুয়ার আসর পরিচালনা করছিল জুয়াড়িরা।
পুলিশ সেখানে হানা দিয়ে রাজন ও রফিকুল ইসলাম নামে দুই জুয়াড়িকে গ্রেপ্তার করে। এ সময় পালিয়ে যায় বেশ কযেকজন জুয়াড়ি। পরে স্থানীয়দের উপস্থিতিতে জুয়াড়িদের উঠানো ডেড়া আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছে পুলিশ। এতে ভস্মীভূত হয়েছে জুয়ার বিভিন্ন উপকরণ।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ কামাল বলেন, ‘জুয়ার ডেড়াসহ বিভিন্ন উপকরণ পুড়িয়ে দিয়ে জুয়াবিরোধী একটি কঠোর বার্তা দেওয়া হয়েছে। এখন থেকে শুধু জুয়াড়ি গ্রেপ্তার নয়, জুয়ার ডেড়া এবং উপকরণ পুড়িয়ে দেওয়া হবে। যাতে নতুন করে কেউ আয়োজন করতে উৎসাহী না হয়।’