আশুগঞ্জে নৈশপ্রহরীর গলাকাটা লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে রাসেল মিয়া (৩৫) নামের এক নৈশপ্রহরীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার দুপুরে পুলিশ উপজেলার তালশহর ইউনিয়নের কামাউড়া এলাকার ফসলি জমি থেকে তার লাশ উদ্ধার করে।
নিহত রাসেল একই উপজেলার সোহাগপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে। তিনি তালশহরে অবস্থিত এসএমজি ব্রিক্সের নৈশপ্রহরী ছিলেন। রাসেলের চার ছেলেমেয়ে রয়েছে।
পুলিশ ও নিহত রাসেলের পরিবার সূত্রে জানা গেছে, গতকাল সোমবার দুপুরে স্ত্রীর সঙ্গে শেষ কথা হয় তার। এরপর থেকেই তাকে কোথাও খোঁজে পাওয়া যাচ্ছিল না। আজ সকাল ১০টার দিকে স্থানীয়রা জমিতে কাজ করতে গেলে রাসেলের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে দুপুর ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
নিহত রাসেলের স্ত্রী নাহিদা জানান, গতকাল দুপুরে স্বামী রাসেলের সঙ্গে তার ফোনে শেষ কথা হয়। এরপর থেকে তার আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে সকালে ফসলি জমিতে লাশ দেখতে পায় স্থানীয়রা। তবে কয়েকদিন আগে তার স্বামী তাকে জানিয়েছিলেন, এসএমজি ব্রিক্সের এক শ্রমিকের সঙ্গে তার বিরোধ চলছিল।
এ ব্যাপারে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজাদ রহমান বলেন, নিহত রাসেলের গলায় ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।