নাঈম হত্যার বিচার দাবিতে রাজধানীজুড়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
সিটি করপোরেশনের ময়লার গাড়িচাপায় নটর ডেম কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী নাঈম হাসানের মৃত্যুর বিচারসহ ছয় দফা দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে রাস্তায় নেমে এসেছেন শিক্ষাথীরা। এ সময় রাস্তা অবরোধ করে মতিঝিল, গুলিস্তান, ফার্মগেট, উত্তরা, সায়েন্সল্যাব, বেইলি রোড, শান্তিনগরসহ রাজধানীর বিভিন্ন সড়কে বিক্ষোভ করেন তাঁরা। এতে পুরো রাজধানীতে সৃষ্টি হয়েছে তীব্র যানজট, বিপাকে পড়েছে কর্মজীবী মানুষ।
সহপাঠী নাঈম হাসানের মৃত্যুর ঘটনায় তাঁর বিচার ও নিরাপদ সড়কের দাবিতে নটর ডেম কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে কলেজের সামনে থেকে গুলিস্তান মোড়ে অবস্থান নেন। যেখানে গতকাল বুধবার সিটি করপোরেশনের বর্জবাহী গাড়ির চাপায় প্রাণ গেছে নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসানের।
আজ দুপুর আড়াইটার দিকে শিক্ষার্থীদের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ভবনের (নগর ভবন) সামনে অবস্থান নিতে দেখা যায়।
পরিবহণে শিক্ষার্থীদের হাফ ভাড়া, নিরাপদ সড়কের দাবির পাশাপাশি নাঈম হাসানের মৃত্যুর ঘটনায় দায়ীদের বিচারসহ ছয় দফা দাবিতে রাজধানীর ফার্মগেট এলাকায় রাস্তা অবরোধ করে হলিক্রস, বিজ্ঞান কলেজসহ বেশকিছু স্কুল ও কলেজের শিক্ষার্থীরা।
একই দাবিতে রাজধানীর কাকরাইল এলাকায় বিক্ষোভ মিছিল করেন উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষার্থীরা এবং শান্তিনগরে সড়ক অবরোধ করেন ভিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।
রাজধানীর উত্তরায় সড়কে অবস্থান নেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। এ ছাড়া বাসাবো, সায়েন্সল্যাব, এলিফ্যান্ট রোডসহ বেশ কয়েকটি এলাকায় সড়ক অবরোধ করেন শিক্ষাথীরা। বিভিন্ন সড়কে শিক্ষার্থীদের অবরোধের কারণে পুরো রাজধানীর যানচলাচল ব্যবস্থা থমকে পড়ে। বিপাকে পড়েছে যাত্রীরা।
গতকাল বুধবার দুপুর ১২টার দিকে গুলিস্তানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্জবাহী গাড়ি নটর ডেম শিক্ষার্থী নাঈম হাসানকে চাপা দেয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় গাড়িচালক মো. রাসেলকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।