থাইল্যান্ডের কাছে অঘটনের শিকার বাংলাদেশের নারীরা
প্রথম ম্যাচে শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে নাটকীয় জয়ের পর দ্বিতীয়টিতে দুর্বল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। কিন্তু বিশ্বকাপ বাছাইপর্বের তৃতীয় ম্যাচে হোঁচট খেতে হলো টাইগ্রেসদের। শক্তির বিচারে অনেক পিছিয়ে থাকা থাইল্যান্ড নারী দলের কাছে অপ্রত্যাশিতভাবে হেরে গেল তারা।
বৃহস্পতিবার হারারেতে 'বি' গ্রুপের ম্যাচে ডিএল পদ্ধতিতে পরাস্ত হয়েছে বাংলাদেশ। টস হেরে নেমে ব্যাটিং ব্যর্থতায় নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে মাত্র ১৭৬ রান তুলতে পারে তারা। জবাবে থাইল্যান্ড ৩৯.২ ওভারে ২ উইকেটে ১৩২ রান তোলার পর আলোকস্বল্পতায় খেলা বন্ধ হয়ে যায়। এরপর ১৬ রানে জয়ী ঘোষণা করা হয় তাদেরকে।
শুরুতে বিপর্যয়ে পড়া দলকে পথ দেখালেন মুরশিদা খাতুন ও ফারজানা হক। তাদের গড়ে দেওয়া ভিতের ওপর দাঁড়িয়েও বড় পুঁজি গড়তে পারল না বাংলাদেশ। পরে বোলিংয়েও দেখাতে পারল না তারা দারুণ কিছু। থাইল্যান্ডের বিপক্ষে হারের হতাশাই সঙ্গী হলো নিগার সুলতানার দলের।
নারী বিশ্বকাপের বাছাইপর্বের বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বৃহস্পতিবার ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ১৬ রানে জিতেছে থাইল্যান্ড। টানা দুই জয়ের পর আসরে এটি বাংলাদেশের প্রথম হার।
ফারজানার ৫১ ও মুরশিদার ৪৬ রানের সুবাদে ১৭৬ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। রান তাড়ায় ৩৯.২ ওভারে ২ উইকেটে ১৩২ রান তুলে জয়ের পথেই ছিল থাইল্যান্ড। পরে আলোকস্বল্পতায় আর খেলা না হলে জয় পায় তারা।
বল হাতে এক উইকেটের পর ব্যাট হাতে ৬৯ রানের ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন থাইল্যান্ডের সর্ননারিন তিপোচ।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ নারী দল: ৫০ ওভারে ১৭৬/৮ (মুরশিদা ৪৬, শারমিন ১, নিগার ১, ফারজানা ৫১, রুমানা ২৭, রিতু ৫, লতা ২৯, সালমা ৩*, ফাহিমা ০, নাহিদা ১*;
সুতথিরুয়াং ৪-০-৯-১, বুচাথাম ৭-২-২৬-৫, কানোহ ৬-০-২০-০, পুতথায়ং ১০-০-২৭-০, কামচোমফু ১০-২-২৪-১, তিপোচ ৬-০-৩৫-১, লাউমি ৭-০-৩৩-০)
থাইল্যান্ড নারী দল: ৩৯.২ ওভারে ১৩২/২ (তিপোচ ৬৯, চেনথাম ৩৭, কোনচারোয়েনকাই ১৪*, চাইওয়াই ৫*;
জাহানারা ৭-১-২২-০, সালমা ১০-২-২৩-০, রিতু ৪-০-১৯-০, নাহিদা ৭-০-১৭-১, রুমানা ৪.২-০-১৭-০, ফাহিমা ৭-০-৩২-১)
ফল: ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ১৬ রানে জিতেছে থাইল্যান্ড
প্লেয়ার অব দা ম্যাচ: সর্ননারিন তিপোচ