ঢাকা প্রিমিয়ার লিগেও 'প্লেয়ার্স বাই চয়েজ'
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের দলবদলে দীর্ঘদিন ধরে একটা প্রথা ছিল। সেটা হলো খেলোয়াড়রা স্বাধীনভাবে নিজেদের দল বাছাই করতে পারতেন। তবে সামনের আসর থেকে এই পদ্ধতি থাকছে না। বিপিএলের আদলে 'প্লেয়ার্স বাই চয়েজ' পদ্ধতিতে ঢাকা প্রিমিয়ার লিগেও খেলোয়াড়দের দল ঠিক হবে।
আজ বৃহস্পতিবার ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) সভায় এই প্রস্তাব গৃহীত হয়। ক্লাবগুলোর প্রতিনিধিদের উপস্থিতে এই সভায় বেশির ভাগ ক্লাব এই প্রস্তাবের পক্ষে রায় দেয়। বিসিবির পরবর্তী সভায় এই প্রস্তাব অনুমোদন হবে।
সিসিডিএমের চেয়ারম্যান গাজী গোলাম মুর্তজা বলেন, ‘মূলত বেশির ভাগ ক্লাবের মতামতের ভিত্তিতেই এই প্রস্তাব গৃহীত হয়েছে। অবশ্য দুই-একটি ক্লাব এর বিপক্ষে ছিল।’
আগামী মার্চে শুরু হতে পারে পরবর্তী ঢাকা প্রিমিয়ার লিগ। আগামী সপ্তাহে সিসিডিএমের পরবর্তী সভা বসার কথা রয়েছে। মূলত সে সভায় লিগ শুরুর দিনক্ষণ চূড়ান্ত হবে। সভায় ঠিক হতে পারে বিভিন্ন বিভাগে খেলোয়াড়দের পারিশ্রমিক নির্ধারণ।
প্লেয়ার্স বাই চয়েজ পদ্ধতিতে খেলোয়াড়রা স্বাধীনভাবে তাঁদের দল বেছে নিতে পারবেন না। পারবেন না তাঁদের চাহিদামাফিক পারিশ্রমিক নিতে। সিসিডিএমই এখন বিভিন্ন ক্যাটাগরিতে তাঁদের পারিশ্রমিক ঠিক করে দেবে।