শীতের সবজির বাজার চড়া, মাছ-মুরগির দাম অপরিবর্তীত
বাজারে কয়েকদিনের তুলনায় শীতকালীন আগাম সবজির সরবরাহ বেড়েছে। এর পরেও শিম ছাড়া অন্যান্য সবজির দাম চড়া।
আজ শুক্রবার রাজধানীর কারওয়ানবাজার, যাত্রাবাড়ী, শনির আখড়া, মিরপুর, টিকাটুলি, মুগদাসহ বিভিন্ন বাজারে গিয়ে এ চিত্র দেখা গেছে। এসব বাজারে দেখা গেছে, বাজারে শীতের আগাম নানা প্রকারের সবজি চলে এসেছে। তবে, পাইকারি বাজারের চেয়ে খুচরা বাজারে অনেক বেশি দামে সবজি বিক্রি হচ্ছে। এর মধ্যে শিম প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ১২০ টাকা দরে, ঢ্যাঁড়স ৭০ থেকে ৮০, বাঁধাকপি ৪০ টাকা, ফুলকপি ৪০-৪৫ টাকা, মুলা ৩০-৪০ টাকা, বেগুন ৬০-৮০ টাকা এবং কাঁচামরিচ ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।
এ ছাড়া শালগম প্রতি কেজি ৬০, বাঁধাকপি প্রতিটি ৫০, আলু প্রতি কেজি ২৫-৩০, টমেটো ১৫০-১৬০, গাজর ১০০ টাকা এবং মাঝারি সাইজের একটি লাউ ৫০-৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া লাউশাক, লালশাক, পালংশাক, মূলাশাক আঁটিপ্রতি ১০ থেকে ১৫ টাকা দরে বিক্রি হচ্ছে।
কারওয়ানবাজারের ব্যবসায়ী মনু মিয়া এনটিভি অনলাইনকে বলেন, বাজারে শীতকালীন সবজির মধ্যে শিমের দাম একটু কম। কিছুদিন আগেই শিমের কেজি ১৬০ টাকা ছিল। কিন্তু এখন যত দিন যাচ্ছে, বাজারে শিমের সরবরাহ বাড়ছে। তাই দামও কমেছে।
আরেক ব্যবসায়ী হারুন মিয়া বলেন, বাজারে শিমের দাম এখন থেকে আরও কমবে। তিনি বলেন, ‘তবে কিছুদিন পর বাজারে শিমের বিচি বিক্রি হবে। আবার বিচিওয়ালা শিম বিক্রি হবে। তখন বিচি শিমের দাম বেশি থাকবে। আর, বিচি ছাড়া শিমের কেজি ২০ টাকাতেই পাওয়া যাবে।’
এদিকে, বাজারে মুরগির দামে কোনো হেরফের হয়নি। বর্তমানে ব্রয়লার মুরগি কেজিপ্রতি বিক্রি হচ্ছে ১৫৫ থেকে ১৬০ টাকা। পাকিস্তানি কক বা সোনালি মুরগির কেজি বিক্রি হচ্ছে ২৯০ থেকে ৩২০ টাকা। লাল লেয়ার মুরগি কেজি বিক্রি হচ্ছে ২৪০ থেকে ২৫০ টাকা। মুরগির পাশাপাশি অপরিবর্তিত রয়েছে ডিম ও পেঁয়াজের দাম। গত সপ্তাহের মতো ফার্মের মুরগির ডিমের ডজন ১১৫ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। আর, পেঁয়াজের কেজি গত সপ্তাহের মতো ৫০ থেকে ৬০ টাকা বিক্রি হচ্ছে।
মাছের বাজার
এদিকে, মাছের বাজারে কোনো পরিবর্তন হয়নি। বর্তমানে রুই মাছের কেজি বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩৫০ টাকা। একই দামে বিক্রি হচ্ছে কাতল মাছ। শিং মাছের কেজি বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকা। একই দামে বিক্রি হচ্ছে টাকি মাছ। শোল মাছের কেজি বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৬০০ টাকা। তেলাপিয়া ও পাঙাশ মাছের কেজি বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৭০ টাকা। এক থেকে দেড় কেজি ওজনের ইলিশ মাছের কেজি বিক্রি হচ্ছে এক হাজার থেকে এক হাজার ২০০ টাকা। নলা মাছ বিক্রি হচ্ছে ১৭০ থেকে ২০০ টাকা কেজি। চিংড়ি বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৬৫০ টাকা কেজি।