সংসদে মেরিটাইম জোন (সংশোধন) বিল পাস
জাতীয় সংসদে আজ রোববার ‘টেরিটোরিয়্যাল ওয়াটার্স অ্যান্ড মেরিটাইম জোন (সংশোধন) বিল-২০২১’ কণ্ঠভোটে পাস হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বিলটি পাসের প্রস্তাব করেন। বিলে পুনঃনির্ধারিত বাংলাদেশের সামুদ্রিক জলসীমা এবং উপকূলীয় বেইজ লাইন বিবৃত করা হয়েছে।
বিলে সমুদ্র আইন সম্পর্কিত জাতিসংঘের কনভেনশন (ইউএনসিএলওএস) অনুযায়ী সামুদ্রিক জলসীমায় কন্টিগোয়াজ জোনের ব্যাপ্তি ১৮ থেকে ২৪ মাইল নির্ধারণের বিধান করা হয়েছে।
বিলে বিদেশি জাহাজ বা ডুবোজাহাজ বাংলাদেশের জলসীমায় প্রবেশের ক্ষেত্রে ফৌজদারি ও দেওয়ানি এক্তিয়ার অন্তর্ভুক্তির বিধান করা হয়েছে। দেশের জলসীমায় দিয়ে বিদেশি জাহাজ বা ডুবোজাহাজের নির্দোষ অতিক্রমের বিধান করা হয়েছে।
এ ছাড়া বিলে ইউএনসিএলওএস অনুযায়ী বিদ্যমান আইনে ব্যবহৃত অর্থনৈতিক জোনের পরিবর্তে ‘বিশেষ অর্থনৈতিক জোন’ শব্দগুলো সংযোজন করার বিধান করা হয়েছে।
এ ছাড়া দেশের সামুদ্রিক জলসীমার বিশেষ অর্থনৈতিক জোনের সকল প্রাণিজ-অপ্রাণিজ সম্পদের ওপর বাংলাদেশের সার্বভৌম অধিকার প্রতিষ্ঠার জন্য সুনির্দিষ্ট বিধান করা হয়েছে।
বিলে সমুদ্রে কন্টিনেন্টাল জোনের সংজ্ঞা ও সীমা ইউএনসিএলওএস অনুযায়ী সংশোধন করা হয়েছে। সেফটি জোন নির্ধারণ, সাবমেরিন কেবল, পাইপলাইন স্থাপন করার বিধান করা হয়েছে।
বিলে ওশ্যান গভার্ন্যান্স, ব্লু ইকোনমি, মেরিটাইম কোঅপারেশনসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় সংক্রান্ত নির্দেশনামূলক সুনির্দিষ্ট বিধি- বিধান সংযোজন করা হয়েছে।
এ ছাড়া বিলে সামুদ্রিক দূষণজনিত অপরাধের অর্থদণ্ড সর্বাধিক পাঁচ কোটি টাকা করার বিধান করা হয়েছে। এ ছাড়া চুরি, জলদস্যুতা, জলসীমায় জঙ্গী তৎপরতা বা কার্যক্রমের সংজ্ঞা এবং এসব দমন ও বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট বিধান করা হয়েছে। এজন্য বিলে পৃথক মেরিটাইম ট্রাইব্যুনাল গঠনের বিধান করা হয়েছে।
জাতীয় পার্টির মুজিবুল হক, মো. রুস্তম আলী ফরাজী, রওশন আরা মান্নান, বিএনপির হারুনুর রশীদ, মোশাররফ হোসেন, রুমীন ফারহানা, গণফোরামের মোকাব্বির খান বিলের ওপর জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাব আনলে তা কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।