১ ডিসেম্বর থেকে রাজধানীতে সড়কে কঠোর অভিযান : মেয়র তাপস
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ‘আগামী ১ ডিসেম্বর থেকে ঢাকায় ফিটনেসবিহীন বাস চলতে দেওয়া হবে না। সড়কে সেদিন থেকে কঠোর অভিযান চালানো হবে। ফিটনেসবিহীন বাস জব্দ করে সেগুলো ধ্বংস করা হবে।’
আজ রোববার নগরভবনে আয়োজিত এক সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান ডিএনসিসির মেয়র। এ সময় ঢাকা উত্তরের মেয়র আতিকুর রহমানসহ বাস মালিক সমিতি এবং সরকারের বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা উত্তরের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, ‘ঢাকায় পরিবহণ খাতে বিশৃঙ্খল অবস্থা রয়েছে। আমরা এ খাতে শৃঙ্খলা আনতে কাজ করছি। আমরা পরিবহণ মালিকদের কাছে জিম্মি হতে পারি না। এক রুটের পারমিট নিয়ে অন্য রুটে বাস চালাচ্ছেন কেউ কেউ। এটা হতে দেওয়া হবে না।’
মেয়র তাপস বলেন, ‘ঢাকায় রুট পারমিট ছাড়া এক হাজার ৬৪৬টি বাস রয়েছে। আমরা এগুলো চিহ্নিত করতে পেরেছি। এগুলোর বিরুদ্ধে কঠোর অভিযান চালানো হবে। ১ ডিসেম্বর থেকে কোনোভাবেই সড়কে রুট পারমিট ছাড়া বাস চলতে দেওয়া হবে না।’