মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন এক আইনজীবী। আজ সোমবার বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনাল আস সামছ জগলুল হোসেনের আদালতে বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ ওমর ফারুক আসিফ বাদী হয়ে মামলাটি করেন। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী।
বাদীর আইনজীবী মেহেদী হাছান মেরিন এ তথ্য এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, আদালত বাদীর জবানবন্দি শুনে সিআইডিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
নথি থেকে জানা গেছে, গত সেপ্টেম্বর মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়র জাহাঙ্গীর আলমের একটি কথোপকথনের অডিও ভাইরাল হয়। সেখানে জাহাঙ্গীর আলমকে মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুকে নিয়ে আপত্তিকর মন্তব্য করতে শোনা যায়।
এর আগে গত ১৯ নভেম্বর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।