রামপুরায় বাসে আগুন : অজ্ঞাতনামা ২৫০-৩০০ জনকে আসামি করে পুলিশের মামলা
রাজধানীর রামপুরায় বাসচাপায় শিক্ষার্থী মাইনুদ্দিন ইসলাম দুর্জয় নিহতের প্রতিবাদে কয়েকটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাতনামা ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেছে পুলিশ। আজ বুধবার হাতিরঝিল থানায় মামলাটি করেন ওই থানার উপপরিদর্শক (এসআই) এ কে এম নিয়াজউদ্দিন মোল্লা।
মামলাটির তদন্তের দায়িত্ব পাওয়া হাতিরঝিল থানার এসআই মুহাম্মদ শাহজাহান বুধবার দুপুরে এনটিভি অনলাইনকে এসব তথ্য নিশ্চিত করেন।
মামলার এজাহারে বলা হয়, গত সোমবার রাত পৌনে ১১টার দিকে রাজধানীর রামপুরা ডিআইটি সড়কে মোল্লা টাওয়ারের সামনে ‘উচ্ছৃঙ্খল ছাত্র ও জনতা’ বেআইনিভাবে সমাবেশ ঘটিয়ে দেশি অস্ত্রে সজ্জিত হয়ে সড়কে চলমান গাড়ি ভাঙচুর ও পেট্রলবোমা দিয়ে গাড়িতে আগুন এবং পথচারীদের ভয়ভীতি প্রদর্শন ও মারধর করে।’
গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে রামপুরা সড়কে অনাবিল পরিবহণের একটি বাসের চাপায় নিহত হন এসএসসি পরীক্ষার্থী মাইনুদ্দিন দুর্জয়। একরামুন্নেসা স্কুল অ্যান্ড কলেজ থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ফলাফলের অপেক্ষায় ছিল দুর্জয়।