যশোরে যুবলীগের বর্ধিত সভায় এসে পাঁচ যুবক ছুরিকাহত
যশোরে যুবলীগের বর্ধিত সভায় অংশ নিতে যাওয়ার পথে পাঁচ যুবক ছুরিকাহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। আজ বুধবার দুপুরে যশোর শহরের সিসিটিএস মিলনায়তনে জেলা যুবলীগের বর্ধিত সভায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন টিটো হোসেন, ইসলামাইল হোসেন হ্যাপি, আকিবুল ইসলাম, খাইরুল ইসলাম ও রাসেল মাহমুদ। আহতদের সবার বাড়ি যশোর সদর উপজেলায়।
যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. আব্দুর রশিদ জানান, আহতদের মধ্যে টিটো ও খাইরুলের জখম গুরুতর হওয়ায় তাদের ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল উদ্দিন। এ সভায় যোগ দিতে যশোর শহরসহ জেলার বিভিন্ন স্থান থেকে বিপুল নেতাকর্মী যশোর শহরে অসেন।
আহতদের দাবি, যুবলীগের বর্ধিত সভায় যোগ দিতে তারা স্থানীয় যুবলীগ নেতাদের সঙ্গে সকালে যশোর শহরে আসেন। দুপুর দেড়টার দিকে কেন্দ্রীয় নেতারা গাড়িতে করে যশোর সার্কিট হাউজ থেকে শহরের চিত্রা মোড়ে একটি আবাসিক হোটেলের দিকে যাচ্ছিলেন। এ সময় নেতাদের গাড়ির সঙ্গে সঙ্গে তারাও সেদিকে যাচ্ছিলেন। পথে মাইকপট্টিতে একদল অজ্ঞাত দুর্বৃত্ত তাদের এলোপাতাড়ি ছুরিকাঘাত করে জখম করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এদিকে, এ ব্যাপারে যশোর পুলিশের মুখপত্র ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপন কুমার সরকার জানিয়েছেন, আজ দুপুর সাড়ে ১২টার দিকে শহরের আরএন রোড এলাকায় ব্যক্তিগত পূর্বশত্রুতার জের ধরে শামীমকে ছুরিকাঘাত করে। এর জের ধরে দুপুর দেড়টার দিকে শামীমের লোকজন জজকোর্ট মোড়ে টিটু, হ্যাপি, খাইরুলদের ছুরিকাঘাত করে জখম করে। এ ঘটনার সঙ্গে যুবলীগের বর্ধিত সভার কোনো সম্পর্ক নেই।
আহতরা কোনো রাজনৈতিক দলের মতাদর্শের কিনা সে বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে বলেও জানান ডিবি পুলিশের ওই কর্মকর্তা।