হেপাটাইটিস বি ভাইরাস থেকে বাঁচার উপায়
অনেকেই হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে হেপাটাইটিস বি ভাইরাস ও এর চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জানব।
এনটিভির সরাসরি স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান সুস্থতার ব্যবস্থাপত্র-এর একটি পর্বে হেপাটাইটিস বি ভাইরাস ও এর চিকিৎসা পদ্ধতি নিয়ে কথা বলেছেন আজগর আলী হাসপাতালের গ্যাস্ট্রোএন্ট্রারোলজি অ্যান্ড হেপাটোলজি বিভাগের কনসালটেন্ট ডা. উৎপল দাশগুপ্ত। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. মুনা তাহসিন।
হেপাটাইটিস বি ভাইরাস ভাইরাস থেকে বাঁচার কী কী উপায় আছে, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. উৎপল দাশগুপ্ত বলেন, প্রথমত আমরা ইউনিভার্সেল ভ্যাকসিনেশনকে গুরুত্ব দেব। যখন সবাই ভ্যাকসিনেটেড থাকবে, যেহেতু এ ভ্যাকসিনটি হাইলি ইফেক্টিভ, ৯৮ শতাংশের বেশি ইফেক্টিভ, ভ্যাকসিন দিলে ভার্চুয়ালি আমরা ধরে নিতে পারি আপনি বি ভাইরাস থেকে সুরক্ষিত থাকবেন। তা ছাড়া আমরা যেটা বলব যে রক্ত একটা প্রধান মাধ্যম। ব্লাড ট্রান্সমিশন সার্জারির মাধ্যমেও হেপাটাইটিস বি ট্রান্সমিশন হয়।
এ ক্ষেত্রে যাঁরা সার্জারি করেন, তাঁরাও একেবারে হাই রিস্কে থাকেন। সঞ্চালকের এ বক্তব্যের পর ডা. উৎপল দাশগুপ্ত বলেন, আমাদের যত মেডিকেল পারসোনেল আছেন, আপনি যেটা বলেছেন ডক্টর, নার্স, হাসপাতালে কাজ করেন, এমনকি যাঁরা হাসপাতালে ক্লিনিং করেন, এঁদেরও সবার বি ভাইরাস ভ্যাকসিনেটেড হওয়া খুবই জরুরি।
হেপাটাইটিস বি ভাইরাস, টিকা এবং এর চিকিৎসা পদ্ধতি সম্পর্কে বিশদে জানতে উপর্যুক্ত ভিডিওটি সম্পূর্ণ দেখুন।