রিয়ালকে জেতালেন করিম বেনজেমা
রিয়াল মাদ্রিদের আক্রমণের প্রাণভোমরা এখন করিম বেনজেমা। কয়েক মৌসুম ধরে এ দায়িত্ব দারুণভাবে পালন করে যাচ্ছেন ফরাসি স্ট্রাইকার। ছন্দে থাকা বেনজেমা গতকালও হলেন রিয়ালের জয়ের নায়ক। তাঁর একমাত্র গোলেই অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেছে রিয়াল মাদ্রিদ।
লা লিগার ম্যাচে গতকাল বুধবার রাতে অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে ১-০ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ।
সান্তিয়াগো বার্নাব্যুতে বল দখলে এগিয়ে ছিল রিয়াল। ম্যাচে ৬৩ ভাগ সময় বল দখলে রাখে স্বাগতিকেরা। তবে, আক্রমণে সমানে সমান ছিল রিয়াল-অ্যাথলেটিকো। রিয়াল ১৭ বার আক্রমণ করে, যার সাতটি লক্ষ্যে যাওয়ার মতো ছিল। বিপরীতে ১৮ বার আক্রমণ করে দুটি অনটার্গেটে রেখেছে বিলবাও।
ম্যাচের জয়সূচক গোলটি আসে ৪০তম মিনিটে। ডি বক্সের একটু ওপর থেকে মার্কো আসেনসিওর জোরালো শট পেয়ে যান লুকা মদ্রিচ। তিনি ছোট পাসে বাড়ান বেনজেমার দিকে। সুযোগ হাতছাড়া করেননি ফরাসি তারকা। ঠিকই প্লেসিং শটে ঠিকানা খুঁজে নেন ফরাসি স্ট্রাইকার। এ নিয়ে চলতি লিগে ১২তম গোল করলেন বেনজেমা। এরপর আর জালের দেখা পায়নি কোনো দলই। ফলে শেষ পর্যন্ত ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।
চলতি লা লিগায় এই নিয়ে টানা পাঁচ জয়ে ১৫ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে এক নম্বরে আছে রিয়াল মাদ্রিদ। সমান ২৯ করে পয়েন্ট নিয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে অ্যাথলেটিকো মাদ্রিদ ও রিয়াল সোসিয়েদাদ। আর টানা দুই ড্রয়ের পর লা লিগায় হার দেখা বিলবাও ১৫ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে।