আওয়ামী লীগের ঐতিহাসিক দায়িত্ব রয়েছে
আমরা যদি বাংলাদেশের ইতিহাস দেখি, তাহলে সে অনুযায়ী বাংলাদেশ আওয়ামী লীগ একটি অনন্য সাধারণ রাজনৈতিক দল। বৈশ্বিক পরিপ্রেক্ষিতে বিবেচনা করলেও দলটির গুরুত্ব ও তাৎপর্য অনুধাবন করা যায়। বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে দেশের মুক্তির সংগ্রামের যাত্রা এবং ১৯৭১ সালে বাঙালি জাতি অংশগ্রহণ করেছিল মহান মুক্তিযুদ্ধে। পরবর্তীতে বাংলাদেশের যে অগ্রগতি ও উন্নয়নযাত্রা, সেখানেও বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্ব দিচ্ছে। এ দলটির যে জনপ্রিয়তা ও ব্যাপ্তি সেটি অনেক বিশাল। একেবারে গ্রামপর্যায়ে পর্যন্ত দলটির সংগঠন রয়েছে।
বর্তমানে বহু নেতাকর্মী আওয়ামী লীগের সঙ্গে জড়িত। যাঁরা বাংলাদেশকে ভালোবাসে এবং দেশকে এগিয়ে নিতে চায় এ রকম অসংখ্য আদর্শবান ও সাহসী রাজনৈতিক কর্মী আওয়ামী লীগে রয়েছে। ফলে দলটির ওপর বারবার যখন দুঃসময় এসেছে, তখন এ সমস্ত নেতাকর্মীদের আত্মত্যাগ ও প্রচেষ্টায় সে সব দুঃসময় অতিক্রম করেছে। বাংলাদেশ আওয়ামী লীগ এগিয়ে যাচ্ছে এবং বাংলাদেশকেও এগিয়ে নিচ্ছে।
আজ এই দলটির ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। দলের প্রতি শুভকামনা জানাই। ভবিষ্যতে সোনার বাংলা গড়ার ক্ষেত্রে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ আরও অনেক দূর এগিয়ে যাবে বলে বিশ্বাস করি।
অনেকেই বলে থাকেন যে আওয়ামী লীগে অনেক বহিরাগত ঢুকেছে। যারা সত্যিকার অর্থে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করে না, বঙ্গবন্ধুর আদর্শকে বিশ্বাস করে না, এমন লোকজন নানা রকম স্বার্থের কারণে এ দলের ভেতরে এসে আশ্রয় নিয়েছে। দলটিকে যদি আসলেই এ দেশের রাজনীতিকে সামনের দিকে এগিয়ে নিতে হয়, তাহলে অবশ্যই এ ধরনের বহিরাগতদের ব্যাপারে চিন্তা করতে হবে। কিছু লোক আসতেই পারে। কারণ, একটা বৃহৎ দল, বৃহৎ শক্তি; এতে বিভিন্ন সময় নানা লোকজন আসবেই। কিন্তু যদি ভিন্ন আদর্শের লোকজন এসে উদ্দেশ্য হাসিল করার জন্য, তাদের কাজের মধ্য দিয়ে দলটির মৌলিক আদর্শ ও মূল্যবোধ নষ্ট করে, তাহলে দলের শক্তি বৃদ্ধির চেয়ে ক্রমাগতভাবে এর দুর্বলতাই তৈরি হবে।
এ সমস্ত লোকজনকে দলে জায়গা দিয়ে এ ধরনের পরিস্থিতি বা দলের দুর্বলতা সৃষ্টির সুযোগ দেওয়া আওয়ামী লীগের উচিত হবে না। এই ঐতিহাসিক দলের একটা ঐতিহাসিক দায়িত্ব রয়েছে। এ দলের কাছে দেশের মানুষ প্রত্যাশা করে যে আওয়ামী লীগের নেতৃত্বে এবং মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে। কিন্তু যারা কূটকৌশলী, যারা এ কাজকে ব্যাহত করতে চায়, তারা নানাভাবেই দলে অনুপ্রবেশ করবে। সুতরাং দেশের ভবিষ্যতের স্বার্থে এবং বাংলাদেশের মানুষের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য দলটিকে পরিশুদ্ধ করা প্রয়োজন।
লেখক : সভাপতি, রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়