মাতৃভাষা দিবস উপলক্ষে মদিনায় আলোচনা সভা
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনাসভা করেছে মদিনা আওয়ামী ফাউন্ডেশন। গত রোববার স্থানীয় সময় রাত ১১টায় মদিনা মনোয়ারা বাঙালি মার্কেটে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মদিনা আওয়ামী ফাউন্ডেশনের সহসভাপতি হাজী রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনর উপদেষ্টা ইদ্রিস মিয়া।
যুগ্ম সম্পাদক মহিউদ্দীন মিন্টুর সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ফরিদ উদ্দিন, গিয়াস উদ্দিন চৌধুরী, জিল্লুর রহমান, কামাল উদ্দিন, মো. রহিম, রাইহান রশীদ, মো. নবী, তারেক ইকবাল চৌধুরী।
বক্তারা বলেন, অমর একুশের চেতনা আজ দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন দেশের মানুষের ভাষা ও সংস্কৃতি রক্ষায় অনুপ্রেরণা জোগাচ্ছে। বাঙালির শহীদ দিবস এখন বিশ্বজুড়ে নিজস্ব ভাষা ও স্বকীয়তা রক্ষার চেতনার উৎস।
বক্তারা মহান ভাষা আন্দোলনে আত্মোৎসর্গকারী ভাষা শহীদ সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউরসহ সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
এ সময় ভাষা আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন। দোয়া পরিচালনা করেন মদিনা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক রবিউল হোসেন। এ ছাড়া দেশ ও জাতির কল্যাণ কামনাসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।