সৌদির আল সামেরী শাখা বিএনপির সম্মেলন ও অভিষেক
সৌদি আরবের ইয়ানবু প্রদেশের আল সামেরী শাখা বিএনপির সম্মেলন ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টায় একটি কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সম্মেলনে হুমায়ূন কবিরকে সভাপতি ও আবদুল আজিজকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির আল সামেরী শাখার সভাপতি হুমায়ুন কবির। প্রধান অতিথি ছিলেন সৌদি আরব বিএনপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য ও ইয়ানবু প্রাদেশিক বিএনপির সভাপতি আবু বকর সিদ্দিকী। প্রধান বক্তা ছিলেন ইয়ানবু প্রাদেশিক বিএনপির সিনিয়র সহসভাপতি সোহেল আবদুর রশিদ শিকদার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গুম, খুন ও দুর্নীতির মাধ্যমে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র বানানোর প্রচেষ্টায় সরকার ব্যস্ত। এ কারণে জিয়া পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। তারেক রহমান বাংলাদেশের অবিসংবাদিত নেতা, বাংলাদেশি জাতীয়তাবাদের প্রতীক। অচিরেই তারেক রহমান বাংলাদেশে ফিরে গিয়ে নেতৃত্ব দেবেন।
এ সময় বক্তারা দেশ ও দেশের মানুষকে বাঁচাতে প্রবাসীদের এগিয়ে আসার পাশাপাশি বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে প্রবাসে থেকে কাজ করার আহ্বান জানান।
এস এম আলমগীর ও মোজাম্মেল হক সবুজের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন কামাল মুছা, সোহেল রানা, আবদুল্লাহ মহসিন, ইকবাল সরকার জমির উদ্দিন, নাছির উদ্দিন ও নিয়াজ মোর্শেদ।