মদিনায় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার সঙ্গে মতবিনিময়
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী সৌদি আরবের মক্কায় পবিত্র ওমরাহ শেষে মদিনায় মসজিদে নববি জিয়ারত করেছেন। মদিনায় অবস্থানকালে তাঁর সঙ্গে মতবিনিময় সভা করেছে অ্যাসোসিয়েশন অব মদিনা অনলাইন অ্যাক্টিভিস্টের সদস্যরা।
গতকাল শনিবার স্থানীয় সময় রাত ১১টার দিকে মদিনার হোটেল গোল্ডেন মোবারকে ওই সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশন অব মদিনা অনলাইন অ্যাক্টিভিস্টের সভাপতি মাই টিভির মদিনা প্রতিনিধি ফ ই ম ফরহাদ। অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী রাশেদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মিডল ইস্ট ইয়ুথ জার্নালিস্ট ফোরাম বাংলাদেশের উপদেষ্টা ও জেদ্দা আওয়ামী পরিষদের সভাপতি কাজী নওফেল।
প্রধান অতিথির বক্তব্যে তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, উন্নত দেশ গঠনে সাংবাদিকদের বিশেষ ভূমিকা পালন করতে হবে। আর এ জন্য প্রয়োজন সততা। সাংবাদিকদের নিরপেক্ষতার প্রশ্নে আপসহীন কিন্তু মানুষের অধিকার এবং গণতন্ত্রকে সমুন্নত রাখার জন্য দায়িত্বশীল হতে হবে। বস্তুনিষ্ঠতা বজায় রেখে যেকোনো সাম্প্রদায়িক এবং অশুভ শক্তির বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে কলম সৈনিকদের কাজ করতে হবে।
তথ্য উপদেষ্টা বলেন, মহান স্বাধীনতা ও বাংলাদেশের সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য লালন করে বিভিন্ন দেশে বসবাসকারী বাংলাদেশি গণমাধ্যম কর্মীদের বিশেষ ভূমিকার কারণেই বাংলাদেশ আজ উন্নত ও মর্যাদাশীল দেশ হওয়ার রোল মডেল হিসেবে পরিচিত হয়ে উঠেছে।
মতবিনিময় সভায় আরো বক্তব্য দেন অ্যাসোসিয়েশন অব মদিনা অনলাইন অ্যাক্টিভিস্টের সিনিয়র সহসভাপতি যাকারিয়্যা মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আতিক উল্লাহ, অর্থ সম্পাদক দেলোয়ার হোসেন সুমন, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাবেদ ইকবাল ও সদস্য বেলাল হোসেন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ইকবাল সোবহান চৌধুরীকে অ্যাসোসিয়েশন অব মদিনা অনলাইন অ্যাক্টিভিস্টের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।