মদিনায় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার সঙ্গে শুভেচ্ছা বিনিময়
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী সৌদি আরবের মক্কায় পবিত্র ওমরাহ শেষে মদিনায় মসজিদে নববী জিয়ারত করেছেন। মদিনায় অবস্থানকালে তাঁর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছে মদিনা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
মদিনা হোটেল মোবারকে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় উপস্থিত ছিলেন মদিনা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ও শিক্ষাবিদ নিয়াজ খান নোমান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মদিনা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মামুনুর রশিদ তালুকদার, সহসভাপতি হানিফ গাজী, মদিনা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অভিভাবক কমিটির সভাপতি ও স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক রবিউল হাসান, সাংগঠনিক সম্পাদক নাসিরুদ্দিন ও প্রবীণ রাজনীতিবীদ বীর মুক্তিযোদ্ধা এম এ সেলিম।
শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘প্রবাসীরা আমাদের সম্পদ। দেশের অর্থনীতিতে তাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।’ তিনি আরো বলেন, ‘প্রবাসীরা দেশের প্রতিটি ক্ষেত্রে অবদান রেখে কাজ করে যাচ্ছেন, তাঁদের অবদান অনস্বীকার্য। প্রবাসীরা মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। শিক্ষাক্ষেত্রে প্রবাসীরা এগিয়ে এসে সরকারের পাশাপাশি যে উৎসাহ দিচ্ছেন, এ জন্য প্রবাসীদের ধন্যবাদ জানাই।’
শেষে ইকবাল সোবহান চৌধুরীকে স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।