মদিনায় বাংলাদেশ স্কুলে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত
সৌদি আরবের মদিনায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা হয়েছে। গতকাল শুক্রবার সৌদি আরব সময় বিকেল ৪টায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মুছা আবদুল জলিল।
আলোচনা সভা ছাড়াও জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালিত হয়।
কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। স্কুলটির প্রধান শিক্ষক টি এম শহিদুজ্জামানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ডা. আবুল কাশেম। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন ও এহসান আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন স্কুলের সিনিয়র শিক্ষক কাজী জসিম উদ্দিন।
বক্তারা বঙ্গবন্ধুর জীবনী ও জাতীয় শিশু দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, বঙ্গবন্ধু যেভাবে দেশ ও জাতিকে সেবা দেওয়ার জন্য জীবনের প্রতিটি ক্ষণ বিলিয়ে দিয়েছেন, তেমনিভাবে জীবনের প্রতিটি ক্ষেত্রে বঙ্গবন্ধুর আদর্শকে আঁকড়ে ধরতে হবে। দেশ ও জাতির উন্নয়নের জন্য নিজেকে নিবেদিতপ্রাণ হিসেবে তৈরি হতে হবে।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।