সৌদি আরবে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলে স্বাধীনতা দিবস উদযাপন
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সৌদি আরবের তাবুকে অবস্থিত বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। গতকাল রোববার সকাল ৮টায় স্কুল মাঠে কোরআন তিলাওয়াত ও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল, তাবুক কমিটির সভাপতি ডাক্তার আবুল কালাম আশরাফ। প্রধান অতিথি ছিলেন সৌদি আরবের প্রবাসী স্কুল ও শিক্ষা মন্ত্রণালয়ের প্রধান মোহাম্মদ আল জোহানী।
স্কুলের প্রধান শিক্ষক অ্যাডভোকেট আনোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল তাবুক কমিটির সিনিয়র সহসভাপতি আব্দুল জলিল মৃধা। বক্তব্য দেন হাফিজুর রহমান, মহসিন মিয়া, খলিল মৃধা, শাহ আলম চৌধুরী, তানভীর আলম, জামাল হোসেন, লিয়াকত আলী, আহমদ হোসেন রিপন, আলমগীর হোসেন, সালাউদ্দিন সালমান, জসিম উদ্দিন ও মো. নুরুল ইসলাম।
বক্তারা বলেন- বাঙালির সর্বকালের সর্বশ্রেষ্ঠ অর্জন হলো বাংলাদেশের স্বাধীনতা। সেই স্বাধীনতার মূল কারিগর হলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর নেতৃত্বে যেমন করে এসেছিল দেশের স্বাধীনতা, ঠিক তেমনি তাঁর সুযোগ্য কন্যা, দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়কে। সমৃদ্ধ দেশ গড়তে ও উন্নয়নের যুদ্ধে জয়ী হতে হলে প্রধানমন্ত্রীর হাতকে আরো শক্তিশালী করতে হবে।
বক্তারা আরো বলেন, স্বাধীনতাবিরোধীরা রাষ্ট্রক্ষমতায় থেকে ইতিহাস বিকৃতির মাধ্যমে নতুন প্রজন্মকে বিপথগামী করেছে। এ থেকে রক্ষা পেতে নবপ্রজন্মের কাছে স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরতে দায়িত্ব নিতে হবে সবাইকে।
অনুষ্ঠানে শেষে দেশীয় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে স্কুলের ছাত্রছাত্রীরা।